প্রশ্ন : আসসালামু আলাইকুম ক) রুকুর সময় চোখের দৃষ্টি দুই পায়ের সামনে রাখতাম কিন্তু এক ভাই বললো যে, সহীহ হাদীসে আছে সিজদার জায়গায় রাখতে। খ) তাশাহুদ এর সময় চোখের দৃষ্টি কোথায় রাখবো ? গ) হাতের আঙ্গুল গুলো কি মিলিয়ে রাখবো, না হালকা ফাকা রাখবো এবং সিজদার সময় কি আঙ্গুল ফাকা রাখবো না মিলিয়ে রাখবো ? ঘ) সিজদার সময় আমার হাতের বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর রাখি এটা কি ঠিক আছে ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
(ক) না, কোন হাদীসে এমনটি নেই। রুকুর সময় নজর পায়ের (আঙ্গুলের) দিকে রাখা উত্তম।–আল বাহরুর রায়েক ২/৩৬; বাদায়েউস সানায়ে ২/১৫৯
(খ) উভয় হাঁটুর মাঝে তথা কোলের দিকে।–সুনানে নাসাঈ, হাদীস নং ১২৭৪; বাদায়েউস সানায়ে ২/১৫৯
(গ) বসা অবস্থায় হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক রাখবে। আর সিজদার সময় হাতের আঙ্গুলগুলো একেবারে মিলিয়ে রাখা সুন্নাত।- মুস্তাদরাকে হাকেম,হাদীস নং ৮২৬
(ঘ) হ্যাঁ, ঠিক আছে।-মুসনাদে আহমাদ, হাদীস নং ১৮৮৫৮

Loading