প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার অনেকদিনের আশা হজ্জ করবো। কিন্তু টাকা-পয়সার অভাবে করতে পারতেছি না। আর আর্থিক সামর্থ হওয়ার সম্ভবনা 99%ই নাই। আমি রাজশাহীতে একজনের কথা শুনলাম তিনি পায়ে হেটে হজ্জ করেছেন। ভাবলাম অনেকদিন পর মনের আশা হয়তো পুরন হবে। পায়ে হেটেই হজ্জ করবো। কিন্তু তার সময় ও আমার সময়ের ব্যবধানে অনেক পরিবর্তন হয়েছে, যেমন- বর্ডার। বাংলাদেশ-ইন্ডিয়া বর্ডার পার হতে পারলেও পাকিস্তান-ইন্ডিয়া বর্ডারই সমস্যা। যাই হোক শহীদ হলে হবো তবুও আমার ইচ্ছা হজ্জ করবো। তাই আপনার কাছে পরামর্শ চাই কিভাবে সহজে হজ্জ করতে পারি।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনার এই কথাটি “আর আর্থিক সামর্থ হওয়ার সম্ভবনা 99%ই নাই” আপত্তিকর। আপনি ভবিষ্যতে কি হবে তা জেনে নিয়েছেন? আর আর্থিক সামর্থ্যের উপর হজ মওকুফ এটাই বা আপনাকে কে বলেছে? তাহলে আল্লাহ তাআলার কুদরত কোথায়? আরে আপনার দিল যখন আল্লাহ তাআলার মহব্বতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, যখন আপনি আর আল্লাহ তাআলার ঘরের দিদারের যন্ত্রণা সহ্য করতে পারবেন না তখন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই নিয়ে যাবেন ইংশাআল্লাহ। দুনিয়ার যে কোন মেযবানের বাড়ি কেউ বার বার যাওয়ার আকাঙ্ক্ষা জানালে মেযবান ঐ মেহমানকে অবশ্যই নিয়ে যায়। আর আপনি শ্রেষ্ঠ মেযবানের বাড়ি যাওয়ার জন্য দিনের পর দিন কাঁদবেন আর তিনি আপনাকে নিবেন না তা কি করে হয়? কাজেই দুআ ও রোনাজারি করতে থাকুন এবং আল্লাহ তাআলার খাজানার দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকুন।

Loading