প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। আমি বাজারে প্রচুর পরিমানে দেনা আছি (প্রায় অর্ধ লক্ষ টাকা), সেক্ষেত্রে আমার কি অফিসের বোনাসের টাকা দিয়ে কুরবানী করা উত্তম হবে, নাকি ঐ টাকা দিয়ে দেনার কিছু পরিমান টাকা শোধ দেয়া উত্তম হবে? মূলত- আমার কাছে বাড়তি কুরবানি দেওয়ার মত টাকা নেই। উত্তর পাইলে উপকৃত হতাম। ২। গরু সাতভাগের একভাগ অংশ কুরবানী দিলে সেখানে কি আরো একভাগ আকীকার জন্য দেওয়া যাবে কিংবা একই সাথে দেওয়া যাবে? নাকি কুরবানী পশুর সাথে আকীকা দেওয়া যাবে না?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। কুরবানীর দিনগুলোতে আপনি ঋণ বাদে নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনার উপর কুরবানী করা ওয়াজিব। আর আপনার উপর কুরবানী ওয়াজিব না হলে সেক্ষেত্রে আপনার জন্য ঋণ পরিশোধ করা উত্তম। আর কুরবানীর নেসাব বা কতটুকু সম্পদ থাকলে কুরবানী ওয়াজিব হয় এ সম্পর্কে বিস্তারিত জানতে নিম্নোক্ত লিঙ্ক ভিজিট করুন-
http://muftihusain.com/article/%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80/
২। হ্যাঁ, গরুতে কুরবানীর ভাগের সাথে আকীকা দেওয়া যায়।-ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০০;রদ্দুল মুহতার ৬/৩৩৫

Loading