প্রশ্ন : আসসালামু আলাইকুম মুহতারাম, তিন বা চার রাকাআত নামাযের দ্বিতীয় রাকাআতের বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ার পর দুরূদ শরীফ প্রায় সব পড়ার পর মনে পড়ল যে আরো এক বা দুই রাকাআত বাকি আছে। মুহতারাম, এমতাবস্থায় বাকি নামায পড়ে সাহু সিজদা দিলে কি নামায হবে নাকি পুনরায় পড়তে হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, সিজদায়ে সাহূ দিলে নামায হয়ে যাবে। তবে নফল নামায হলে সিজদায়ে সাহূ দেওয়ার প্রয়োজন নেই।–আল বাহরুর রায়েক ২/১৭২; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭

Loading