প্রশ্ন : নাভীর নীচের চুল যদি ৪০ দিনের মধ্যে না কাটা হয় আর এই অবস্হায় ফরজ গোসল করলে কি গোসল আদায় হবে?

উত্তর :

হ্যাঁ, গোসল আদায় হবে। তবে চল্লিশ দিন পর্যন্ত না কেটে রেখে দেওয়া মাকরূহে তাহরীমী। এর পূর্বেই কেটে নেওয়া ওয়াজিব।–সহীহ মুসলিম, হাদীস নং ৬২২; রদ্দুল মুহতার ২/৪০৬, ৪০৭

Loading