প্রশ্ন : আসসালামু আলাইকুম, বিছানার (চাদর আছে) উপর প্লেট রেখে খানা খাইলে দস্তরখানার সুন্নাত আদায় হবে কি না?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, আদায় হবে না। চাদরের উপর আলাদা পরিষ্কার কোন রেক্সিন, কাপড় ইত্যাদি রেখে নিবেন।
উল্লেখ্য যে, দস্তরখানা খুব পরিষ্কার রাখা চাই। তা না হলে সেখানে কোন খাবারের অংশ পড়লে তা খুটে খাওয়ার রুচি হয় না। ফলে দস্তরখানার উদ্দেশ্য ব্যাহত হয়। দস্তরখানার মূল উদ্দেশ্যই হল খাবারের কোন কনা যেন নষ্ট না হয়।- সহীহ বুখারী, হাদীস নং ৫৩৮৬; মুসনাদে আহমাদ, হাদীস নং ১২৩২৫

Loading