প্রশ্ন : এ বছর ফিতরা কত টাকা?

উত্তর :

সর্বনিম্ন (যা আটার মূল্য দ্বারা নির্ধারণ হয়ে থাকে) ৭০ টাকা। তবে সামর্থ্যবান বা ধনীদের যব, কিসমিস, খেজুর বা পনির দ্বারা আদায় করা উচিত। যব দ্বারা আদায় করলে ৫০০ টাকা, কিসমিস দ্বারা আদায় করলে এক হাজার ৩২০ টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক হাজার ৯৮০ টাকা, পনির দ্বারা আদায় করলে দুই হাজার ৩১০ টাকা ফিতরা দিবে।–আদ্দুররুল মুখতার ২/৩৬৪; মারাকীল ফালাহ, পৃষ্ঠা ৭২৪

Loading