প্রশ্ন : আসসালামু আলাইকুম, জুমার খুতবার মধ্যে অনেক মসজিদে প্রায়ই নিচের দুরূদ শরীফ পড়ে, এগুলো কি হাদীসে আছে? আর এগুলো কি পড়া জায়েয হবে ? ১। ইয়া নবী সালামু আলাইকা। ২। আল্লাহুম্মা ছাল্লি আলা সায়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ৩। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
প্রথমটি না পড়া চাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজাহ মুবারকে গিয়ে সামনা- সামনি পড়তে হয়। পরের দুটি হাদীস শরীফে রয়েছে। মাওলানা শব্দটি যদিও হাদীস শরীফে নেই তবে তা সিফাত হিসেবে উল্লেখ করা যেতে পারে।–সুনানে নাসাঈ, হাদীস নং ১২৯১; ইমাম নববী, আল আযকার ১/১৪১; তাফসীরে কুরতুবী ১২/৩২২।

Loading