প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। হাসান বসরী (র) তার গোলামকে বললেন তুমি কোথায় থাকবে, গোলাম বললো- গোলামের কি অধিকার আছে, মালিক যেখানে রাখবে গোলাম সেখানেই থাকবে। হাসান বসরী (র) বললেন তুমি কি খাবে, গোলাম বললেন- গোলামের আর কি অধিকার আছে, মালিক যা খাওয়াবে তাই খাবো। তারপর হাসান বসরী (র) বেহুশ হয়ে গেলেন। (ঘটনাটি কম-বেশী এরকম) ২। সাহাবা (রা) জুতার ফিতা ছিরে গেলেও আল্লাহর কাছে চাইতেন। উপরের কোন আমলটি করা আল্লাহর গোলামের জন্য অধিক নৈকট্যতা?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১+২। উপরোক্ত দুটি বিষয়ে কোন সংঘর্ষ নেই। আল্লাহ তাআলার নিকট চাওয়া তাওয়াক্কুলের পরিপন্থী নয়। বরং আল্লাহ তাআলা না চাইলে নারাজ হন। হাসান বসরীর ঘটনায় তো একজন মানুষ অন্য মানুষের নিকট তার প্রয়োজন জানতে চেয়েছে। তাই উক্ত গোলাম মানুষের নিকট নিজের প্রয়োজন বলা ভালো মনে করেনি। আর পরের বিষয়টিতে তো আল্লাহ তাআলার নিকট চাওয়ার প্রসঙ্গ এসেছে। এতে কোন খারাবী নেই।

Loading