প্রশ্ন : হযরত আমি চাকুরিজীবি। আমার স্যার আমাকে মাঝে মধ্যে তার স্ত্রীর ব্যাংকের ডিপিএস এ টাকা জমা দেয়ার জন্য পাঠায়। যেহেতু চাকুরি করি তাই যেতে হয়। এতে কি আমার গুনাহ হবে?

উত্তর :

এটা তো অন্যায় কাজে সহযোগিতা করা। বিরত থাকা কর্তব্য।–সূরা মায়েদাহ, আয়াত ২; মিরকাতুল মাফাতীহ ৬/৫১

Loading