প্রশ্ন : আসসালামু আলাইকুম, হযরত, ওযু করার কিছুক্ষণ পর থেকে আমার সন্দেহ হতে থাকে যে ওযু আছে নাকি নষ্ট হয়ে গেছে? এরূপ সন্দেহযুক্ত ওযু দিয়ে কি নামায হবে? নাকি এক্ষেত্রে বার বার ওযু করতে হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
উযূ করার পর যতক্ষণ উযূ চলে যাওয়ার ব্যাপারে নিশ্চিত না হবেন ততক্ষণ উক্ত উযূ দ্বারা নামায পড়তে পারবেন। শুধু সন্দেহের দ্বারা উযূ নষ্ট হবে না।–আল আশবাহ ওয়ান নাযায়ের ১/৭৬

Loading