প্রশ্ন : ১। নবীগণ কি নিষ্পাপ নন? ২। কোনো কোনো নবী গুনাহ / ভুল করেছেন আর আল্লাহ তা’আলা উনাদের তাওবার কারনে কৃত গুনাহ মাফ করে দিয়েছেন – এভাবে বলা কি ঠিক হবে? নাকি কোনো কোনো নবী আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ করেছেন সেজন্য আল্লাহ তাআলা ধমক/শাস্তি দিয়েছেন? কিভাবে বলা উচিত? ৩। নবীগণ স্ব-স্ব কবরে কি জীবিত আছেন?

উত্তর :

১। অবশ্যই, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলীম নিষ্পাপ।– সহীহুল বুখারী, হাদীস নং ৭; মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ৭৬১৯
২। এক্ষেত্রে শব্দ চয়নে খুবই সতর্কতা কাম্য। কুরআনে তাদের ব্যপারে যে সমস্ত পদস্খলন বা ভুলত্রুটির কথা এসেছে তার সবগুলো অনুত্তম বিষয়। শরঈ দৃষ্টিকোণ থেকে কোনটি গুনাহ নয়। তবে তাদের উঁচু শান ও উচ্চ মাকামের কারনে অনুত্তম কাজের জন্যও ধমকি এসেছে। যেমন অনেকক্ষেত্রে সাধারণ মানুষের ভালো কাজ নৈকট্য প্রাপ্তদের জন্য অপরাধ হয়ে থাকে।শরহে ফিকহে আকবার, পৃষ্ঠা ৭১,৭২; মাআরিফুল কুরআন ১/১৯৫; ফাতাওয়া উসমানী ১/৬৭
৩। নবীগণ তাদের কবরে জীবিত এর দ্বারা উদ্দেশ্য হল তাদের শরীরের সাথে রূহের একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে। আর তা এতটাই শক্তিশালী যে তা দুনিয়াবি হায়াতের খুবই নিকটবর্তী। এজন্যই তাদেরকে কবরে জীবিত বলা হয়। – মুসনাদে আবূ ইয়ালা, হাদীস নং ৩৪২৫; ফাতাওয়া উসমানী ১/৬১

Loading