প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আমি অনেক দিন আগে আপনার কাছে প্রশ্ন করে ছিলাম হালাল পাখি পালনের ব্যাপারে। হুজুর এখন আমার প্রশ্ন গত বেশ কয়েকদিন আগে আমার একটি হালাল জাভা পাখি শীতে অসুস্থ হয়। আমি তাকে পাল্টে দিতে নিয়ে যাওয়ার সময় শীতে সে মারা যায়। আমি সাথে সাথে তাকে জেকেটের পকেটে নিয়ে রাখি যাতে না মরে। কিন্তু অনেক সময় রাখার পরেও আর জীবিত হয়নি। আমি এভাবে প্রায় ৩-৪ ঘন্টা পকেটে রেখে ছিলাম। পাখির থেকে কোন নাপাকী যেমন বিষ্টা, দেখা যায় এমন বড় ফোড় বা পালক ইত্যাদি পকেটে লাগে নাই বা ছিলো না। তবে স্বাভাবিক ভাবে জীবিত পাখি পকেটে রাখলে যেমন সামান্য পাখির ঘ্রান আসে তেমন পাখির গন্ধ বেশ কিছু সময় পকেটে ছিল। আমার প্রশ্ন আমি এই জেকেট পরে তখন থেকেই নামায পড়েছি। এখন সন্দেহ হচ্ছে নামায হয়েছে কি না? অনুগ্রহ করে জানাবেন। জাযাকাল্লাহু ফিদারাইন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, পকেটে বাহ্যিক কোন নাপাকী না লেগে থাকলে তা নিয়ে নামায পড়াতে কোন সমস্যা নেই।

Loading