প্রশ্ন : জনাব, ১। আমার বাড়ি ময়মনসিংহের ভালুকায়, ঢাকায় আমি চাকরি করি এবং বাসা ভাড়া নিয়ে থাকি। প্রতি মাসেই দু একবার বাড়ি যাই। এখন আমি কোন জায়গায় মুসাফির বলে গন্য হব? ২। নামাযে যদি ভুলে প্রথম রাকাআতে সূরা নাস পাঠ করি তাহলে কি সাহু সিজদা দিতে হবে? ধন্যবাদ।

উত্তর :

১। আপনার গ্রামের বাড়ি এবং ঢাকা উভয় জায়গায় মুকীম থাকবেন এবং পুরা নামায আদায় করবেন। তবে সফরের দুরুত্ত কমপক্ষে ৪৮ মাইল হলে রাস্তায় আপনি কসর করবেন।-আদ্দুররুল মুখতার ২/৬১৪ (যাকারিয়া); আল বাহরুর রায়েক ৪/৩৪০-৩৪২

২। না, সিজদায়ে সাহূ দিতে হবে না। এমতাবস্থায় আপনি প্রত্যেক রাকাআতে সূরা নাস পড়বেন।–তাতারখানিয়া ১/৪৫৩; রদ্দুল মুহতার ১/৫৪৬

Loading