প্রশ্ন : মুহতারাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন দুটি- ১। একা একা নামায পড়ার সময় ভুলে ইকামত না দিলে নামায শুদ্ধ হবে কি? ২। শুনেছি আযান দেবার সময় আযানের জবাব না দিয়ে কথা বললে মৃত্যুর সময় সে আর কথা বলতে পারে না- কথাটি কি সত্য?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, নামায হয়ে যাবে।–আদ্দুররুল মুখতার ১/৩৮৪,৩৮৮,৪৭৩
২। ভিত্তিহীন।

Loading