প্রশ্ন : আসশালামু আলাইকুম, আমি একজন কম্পিউটার অপারেটর, এক কাস্টমার আমার কাছে একটি দরখাস্ত কম্পোজ করতে আসে। দরখাস্তটির বিষয়বস্তু হলো “তিনি কিস্তিতে অনেক আগে একটি ফ্ল্যাট কিনেছেন, যে টাকা বাকী আছে তা সুদ সহ আগামী মাসে পরিশোধ করবেন”। যেহেতু সূদের কাজটি আগেই সম্পাদন হয়েছে, আমি শুধু দরখাস্তটি কম্পোজ করতে পারবো কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, জায়েয হবে না। হাদীস শরীফে যে সূদ বা সূদের হিসাব লেখে তার উপর লানত দেওয়া হয়েছে।-সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৭; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩৩৩৫

Loading