প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো হলো:- ১/হযরত আমাদের এই দিকে মৃত ব্যক্তির দাফন কাফন থেকে শুরু করে প্রায় সব কিছুতে মৃত্যুর পর সুন্নাহ অনুযায়ী আমল করে না। এখন এই ক্ষেত্রে মৃত ব্যক্তির কি গুনাহ হবে? এখানে জাহেল লোকে ভরা তেমন ভালো আলেম নেই। ২/হযরত আমি মরে যাওয়ার পর দাফন-কাফন থেকে শুরু করে সব কিছু সুন্নাহ নিয়ম অনুযায়ী করতে চাইলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি? ভালো মুফতী আলেম নেই? আমাদের এই দিক বেদাআতী আলেম ভরা। ৩/হযরত মৃত ব্যক্তি কবরে দেওয়ার পর রুহ কি দুনিয়া আসে সময় সময়? আহাল কি করে সে বুঝে? খুশি বা কষ্ট পায় আমলের উপর? এটা কি ঠিক।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। না, তার গোনাহ হবে না।–সূরা আনআম, আয়াত ১৬৪

২। আপনি পরিবারের লোকদের সুন্নাতের তালীম দিবেন। আপনার পাড়া-প্রতিবেশীদেরও এ বিষয়ে দাওয়াত দিবেন। আর আপনি পরিবার পরিজনকে সুন্নাত অনুযায়ী দাফন কাফন দিতে অসিয়ত করে যাবেন। সুন্নাতের ব্যাপক প্রচার প্রসার ও দাওয়াত দিলেই ইংশাআল্লাহ আশা করা যায় আপনার দাফন কাফনও সুন্নাত তরীকায় হবে।

৩। না, আসে না। পরিবারের কে কি করে তা জানে না। মানুষের কবরের সুখ দুঃখ দুনিয়ার আমলের উপর নির্ভর করে।

Loading