প্রশ্ন : ইসলাম কারো মধ্যে বৈষম্য সৃষ্টি করে না। ৫২.৫০ তোলা রূপার মূল্য এবং ৭.৫০ তোলা সোনার মূল্যে বিশাল পার্থক্য। যার ৫২.৫০ তোলা রূপা রয়েছে সে কি অপরাধ করেছে যে, তাকে যাকাত দিতে হবে?

উত্তর :

কোনই অপরাধ করেনি। যাকাত দেওয়া কি কোন অপরাধ? বরং যাকাত আদায়ের পর তো খুশি হওয়া উচিত। কেননা সে একটি ফরজ আদায়ের সুযোগ পেয়েছে। আসলে যুক্তির নিরিখে ইসলাম বুঝতে চাইছেন, তাই তো? নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর বিস্তারিত পেয়ে যাবেন ইংশাআল্লাহ-

http://muftihusain.com/ask-me-details/?poId=899

 

 

 

 

 

 

Loading