প্রশ্ন : ১ম প্রশ্ন : স্ত্রী সহবাসের দুআ কি স্বামী, স্ত্রী উভয়কে পড়তে হবে? ২য় প্রশ্ন : আমার আহলিয়া স্বপ্নে দেখেছে কেউ তাকে বলছে ওর সাথে হাসান (রাঃ) অথবা হোসাইন (রাঃ) এর বিয়ে হবে। তারপর সে দেখেছে যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহ হাসান (রাঃ) ও হোসাইন (রাঃ) নামায পড়ছে। আর আমার আহলিয়া পিছনে দাড়িয়ে ছিলো। অদৃশ্য থেকে সেই আওয়াজ বলছিলো যিনি নামায পড়াচ্ছেন তিনি হলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। স্বপ্ন কলেজের প্রথম বর্ষে পড়ার সময়ে দেখেছিল। এর ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম।

উত্তর :

১। হ্যাঁ, উভয়েই পড়বে।–সহীহুল বুখারী, হাদীস নং ১৪১; সহীহ মুসলিম, হাদীস নং ৩৬০৬

২। উক্ত স্বপ্নে তাকে একজন নেককার, আল্লাহওয়ালা স্বামী গ্রহনের জন্য এবং নিজেকে পরিপূর্ণ দ্বীনদারী এখতিয়ার করে তার উপযুক্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে।

Loading