প্রশ্ন : আসসালামু আলাইকুম, লোকজনকে দাওয়াত দেয়ার আগে যে হামদ ও দুরুদ পড়তে হয় সেটা আরবীতে (সংক্ষেপে, রাস্তায় দাওয়াত দিলে তাদের সময় কম থাকে বিধায়) দিলে উপকৃত হবো?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আসলে দাওয়াত দেওয়ার পূর্বে হামদ ও দুরূদ পড়া জরুরী নয়। বরং সালাম ও কুশল বিনিময়ের পরে দাওয়াত দেওয়া যেতে পারে। তবে ওয়াজ ও নসীহাতের পূর্বে হামদ ও দুরূদ পড়া মুস্তাহাব। এরপরেও আপনি হামদ ও দুরুদ পড়তে চাইলে এভাবে পড়তে পারেন-
نَحْمَدُهُ وَنُصَلِّيَ عَلَى رَسُولِهِ الكَرِيمِ

Loading