প্রশ্ন : ফজরের নামাযে সুরা আলিফ লাম পড়া হয়েছে। কিন্তু ইমাম সাহেব সিজদায়ে তিলাওয়াত আদায় করেননি। অর্থাৎ সিজদাহ আদায় করা হয়নি। নামায তো আদায় হয়েছে। কিন্তু নামায শেষে সিজদায়ে তিলাওয়াত আদায় করতে হবে কি?

উত্তর :

নামাযের ভিতরের তিলাওয়াতে সিজদা নামাযের বাইরে আদায় করলে হবে না। ভুলে এমনটি হলে কেবল ইস্তেগফার করবে। আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইংশাআল্লাহ।
উল্লেখ্য যে, উক্ত সিজদার আয়াতে ইমাম সাহেব রুকূ করলেও সিজদা আদায় হয়ে যাবে।-সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ৭২১৯; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২০৪৫

Loading