প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন যদি কোন কারণ বশত আমার দুই এক রাকাত নামায ছুটে যায় এরপর ইমামের সাথে শরীক হই তবে ইমাম শেষ বৈঠক করার সময় আত্তাহিয়্যাতু, দুরূদ ও দোয়ায়ে মাসূরার মধ্যে সব গুলো পড়বো নাকি শুধু আত্তাহিয়্যাতু পড়ে বসে থাকবো? আমি সাধারণত তিনটাই পড়ি। এতে নামাযের কোন ক্ষতি হবে কি? যাযাকাল্লাহু খায়রাইন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
এমতাবস্থায় ইমামের শেষ বৈঠকে শুধু আত্তাহিয়্যাতু পড়বে। মাসবূক (যে ইমামের সাথে পূরো নামায পায়নি) ইমামের শেষ বৈঠকে ধীরে ধীরে এমনভাবে আত্তাহিয়্যাতু পড়বে যেন ইমামের সালাম ফিরানোর পূর্বে তা শেষ হ্য়।–আল বাহরুর রায়েক ১/৩৮৬; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৩/২৫২

Loading