প্রশ্ন : আসসালামু আলাইকুম, বর্তমানে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বংশধর কারা, তাদেরকে কিভাবে চিনবো বা চিনার উপায় কি? আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আহলে বায়তের সাথে সাক্ষাত করতে চাই। সৌদি আরবের কোথায় গেলে তাদের সন্ধান পাবো? হুজুর আপনি আলেম বিধায় হয়তো তাদের সম্পর্কে জানা আছে, আর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে- আমার “আহলে বায়েত” নূহ আলাইহিস সালামের তরণীর ন্যায়, যে ইহাতে আরোহণ করিল সে উদ্ধার পাইল এবং যে পশ্চাৎপদ হইয়া রহিল সে ধ্বংস হইল। (৫১ নং মাকতূবাত মুজাদ্দেদে আলফেছানী রহঃ) যদিও আমার উদ্দেশ্য তাদের সাথে সাক্ষাত করে তাদের সোহবতে থাকা।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আসলে তাদেরকে চেনার এমন কোন বাহ্যিক আলামত নেই, যা দেখেই তাদেরকে চেনা যায়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যাদের বংশ প্রমাণিত ও সংরক্ষিত তারাই আহলে বাইত। আর এটা শুধুমাত্র আরবে সীমাবদ্ধ নয়। যেমন দেওবন্দের হুসাইন আহমাদ মাদানী (রহ:) নবীজীর বংশধর। তার ছেলে মাউলানা আরশাদ মাদানী সাহেব এখনো হায়াতে আছেন। অনুরূপভাবে মাউলানা সালমান মানসূরপুরী সাহেবও নবীজীর বংশধর। তিনিও হিন্দুস্তানের মানুষ। এইতো মাত্র কয়েকদিন পূর্বে বাংলাদেশে এসেছিলেন। পাকিস্তানের মাউলানা নাদিম সাহেবও নবীজীর বংশধর। আমার জানা মতে আমাদের বাংলাদেশে আছে। আমার পরিচিত একজন আছেন যিনি নবীজীর বংশধর। তিনি যদিও আলেম নন তবে দ্বীনদার মানুষ।

Loading