প্রশ্ন : ওমরা/হজ্ব করার পর শুধু তওয়াফ করা যাবে কি? এবং ঐ তওয়াফের সময় এহরাম বাধতে হবে কি না দলীল সহ জানালে খুশি হব।

উত্তর :

 

হ্যাঁ, নফল তাওয়াফ যত খুশি করা যাবে। নফল তাওয়াফের জন্য ইহরাম, সায়ী, রমল নেই।-রদ্দুল মুহতার ৮/২৫০ (শামেলা); আল্লামা আইনী, মিনহাতুল সুলূক ১/৩০৪

 

Loading