প্রশ্ন : স্ত্রীর রান সহ অন্য আর কোন অঙ্গ ব্যবহার করার দ্বারা বীর্যপাত করানো যাবে? একটু বিস্তারিত জানালে কৃতজ্ঞ হবো? এ ব্যাপারে তেমন ধারণা নেই। আমার স্ত্রীও দুর্বল তাই জানালে কৃতজ্ঞ থাকবো? জাযাকাল্লাহু খাইরন।

উত্তর :

স্বামী স্ত্রীর জন্য একে অপরের অঙ্গ স্পর্শ করা জায়েয। কোন অঙ্গের (যেমন পেট, পিঠ, রান ইত্যাদি) স্পর্শ বা ঘর্ষণের কারনে বীর্যপাত হলে কোন গুনাহ হবে না। তবে পিছনের রাস্তায় সঙ্গম করা, একে অপরের যৌনাঙ্গ মুখে নেওয়া, হায়েয বা নেফাস অবস্থায় সঙ্গম করা এবং উক্ত অবস্থায় বিনা কাপড়ে স্ত্রীর নাভি থেকে হাঁটু পর্যন্ত সম্ভোগ করা জায়েয নেই। তবে হায়েয বা নেফাস অবস্থায় স্ত্রীর নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় দ্বারা ঢাকা থাকলে কোন সমস্যা নেই। –রদ্দুল মুহতার ১/২৯২,২৯৩; আল বাহরুর রায়েক ১/৩৪৫; হাশিয়ায়ে তাহতাবী, পৃষ্ঠা ১/১৪৫

Loading