প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমি আমার বউ এর সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে কথা বলতাম। হঠাৎ একদিন ও ফোনে বলল, তোমার যে একটা বউ আছে ভুলে গেছ? তখন আমি বললাম, আমার তো বউ নাই, তখন ও জিজ্ঞাস করল তো বিয়ে করছিলা ঐ বউ কোথায়? তখন আমি বলেছিলাম, আরে ঐটা তো তালাক, হুম ঐটা তো তালাক দিয়া দিছি। তখন আমি বললাম, আল্লাহ এটা আমি কি বললাম। আমার ভুল হয় গেছে, আমি আর জীবনেও এটা বলমু না। তুমি আমার বউ বউই আর কিছু না। তখন সে বলল আচ্ছা তুমি ১০০ বার বল কিন্তু ০৩ বার বইল না। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আমার গার্লফ্রেন্ড ও বউ দুইটাই। আচ্ছা ঠিক আছে বলার আগে আমি চিন্তা করেছিলাম, ১০০ বার বললে কোনো সমস্যা নাই। পরে ওয়াসওয়াসার কারনে আমি একজন মুফতী সাহেবের কাছে এইভাবে বলি, আমার বউ বলছে তুমি ১০০ তালাক বল কিন্ত ০৩ তালাক বইলো না। আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে। আবার এইভাবেও বলছিলাম যে, তুমি ১০০ তালাক দাও কিন্তু ০৩ তালাক দিও না শুধু ওয়াসওয়াসার কারনে। মনে মনে চিন্তা করতে করতে মুখ দিয়ে জিকিরের শব্দের মতো তালা শব্দ বের হয় পরে নিজেকে সামলে নেই। এতে কি হবে দয়া করে জানাবেন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
প্রিয় দ্বীনী ভাই, উত্তর দিতে কিছুটা বিলম্ব হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত। আসলে এ ধরণের প্রশ্নের উত্তর খুব দ্রুত দিতে হয়। কিন্তু কিভাবে যেন উত্তর দিতে দেরি হয়ে গেল।
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার স্ত্রীর উপর দুই তালাক পতিত হয়েছে। কেননা ঠাট্টা বা মিথ্যা স্বীকারোক্তির দ্বারা তালাক পতিত হয়। ভবিষ্যতে আপনি আর একটি তালাকের মালিক থাকবেন। অর্থাৎ ভবিষ্যতে আর একটি তালাক দিলে তার সাথে আর ঘর সংসার করা জায়েয হবে না। আর উক্ত দুই তালাক দেওয়ার পর ইদ্দতের মধ্যে (অর্থাৎ স্ত্রীর পূর্ণ তিন হায়েয অতিক্রান্ত হওয়ার পূর্বে) তাকে মৌখিকভাবে ফিরিয়ে নিলে বা স্বামী-স্ত্রী সুলভ আচরন করে থাকলে তিনি আপনার স্ত্রী হিসেবে বহাল আছেন।-সুনানে আবূ দাউদ, হাদীস নং ২১৯৬; তিরমিজী শরীফ, হাদীস নং ১১৮৪; রদ্দুল মুহতার ৩/২৩৮
আপনি এ ব্যাপারে বিস্তারিত জানতে নিম্নোক্ত লিঙ্কের প্রবন্ধটি দেখতে পারেন-
http://muftihusain.com/article/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%97%e0%a6%a8/

Loading