প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১। আমি হিসাব করে দেখেছি আমার বর্তমান সম্পদের মোট যাকাতের পরিমাণ প্রায় ১০,০০০ টাকা ৷ যদিও বছরের শুরুতে আমার এত টাকা ছিল না। এই ব্যাপারে বিস্তারিত জানতে চাই। ২। আমার বোন তালাক প্রাপ্ত। তার একটি ছোট মেয়ে আছে। বয়স ৪ বছর। এখন আমি কি আমার বোন বা ভাগ্নিকে যাকাতের টাকা গুলো দিতে পারব? ধন্যবাদ।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। বছরের শুরুতে না থাকলেও ঐ টাকার যাকাত দিতে হবে। যেদিন যাকাতের অর্থবছর পুরা হবে ঐ দিন যে পরিমান সম্পদ থাকবে তার যাকাত দিতে হবে। হিসাবের এক দিন পূর্বে এমনকি এক ঘণ্টা পূর্বে কিছু টাকা এলেও তার যাকাত দিতে হবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৩; বাদায়েউস সানায়ে ২/৪০০
নিম্নোক্ত লিঙ্কে আপনি বিস্তারিত জানতে পারবেন-
http://muftihusain.com/article/%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%93-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7/
২। আপনার বোন যাকাত গ্রহনের উপযুক্ত হলে অর্থাৎ তার প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ না থাকলে তাকে অথবা তার মেয়েকে দিতে পারবেন। বর্তমান যাকাতের নেসাব ৪২০০০ টাকা।–রদ্দুল মুহতার ২/৩৩৯; আল বাহরুর রায়েক ২/৪১৯

Loading