প্রশ্ন : একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি। কোন মেয়ে লোক যদি রমযানের পূর্ণ রোযা রাখার জন্য হায়েয থেকে কোন ওষুধের মাধ্যমে মুক্ত থাকতে চায় শরীয়তের দৃষ্টিতে সেটা কেমন?

উত্তর :

রোযা তো আদায় হয়ে যাবে। তবে স্বাভাবিক স্বভাবজাত একটি বিষয়ের বিপরীতে এমনটি করা অনুচিত। এর দ্বারা শারীরিক ক্ষতির আশংকা রয়েছে।

Loading