প্রশ্ন : মোবাইলে ছবি তুলে রেখে দিলে বা পিসিতে রেখে দিলে কি গুনাহ হবে? নাকি শখের বশেও তোলা যাবে না? আর প্রাকৃতিক পরিবেশের ছবি তোলা যাবে ?

উত্তর :

হ্যাঁ, গুনাহ হবে। কোন প্রাণীর ছবি তোলা ও মোবাইলে বা পিসিতে সংরক্ষণ করা উভয়টি নাজায়েয। শখের বশে ছবি তোলা তো আরো মারাত্মক। তবে কোন প্রাণীর ছবিবিহীন প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলতে সমস্যা নেই।– সহীহুল বুখারী, হাদীস নং ৫৯৫০; সহীহ মুসলিম, হাদীস নং ৫৬৪৭,৫৬৬২।

দারুল উলূম দেওবন্দসহ উপমহাদেশের প্রায় সকল দারুল ইফতার ফাতওয়া এমনই। নিম্নে দারুল উলূম দেওবন্দের হুবহু একই প্রশ্নোত্তরের কয়েকটি লিঙ্ক দেওয়া হল-

http://www.darulifta-deoband.com/home/ur/Halal–Haram/57199

এবং

http://www.darulifta-deoband.com/home/ur/Others/68673

Loading