প্রশ্ন : আসসালামু আলাইকুম। সম্মানিত হুজুর, প্রশ্ন নং ০১। আমি একটা কোম্পানীতে প্রশাসনিক পদে চাকুরী করি। স্টাফ নিয়োগের সময় বায়োডাটার সাথে ছবি নিতে হয় ‌ও স্ক্যানিং করে কম্পিউটার সফটওয়্যারে রাখতে হয়। প্রশ্ন নং ০২। আবার স্টাফদের ছবিসহ আইডি কার্ড‌ও দিতে হয়। এখানে আমার কি করনীয় আছে? দয়া করে উত্তর দিলে উপকৃত হবে।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
একান্ত প্রয়োজনে ছবি তোলা জায়েয। আর কোম্পানির স্বার্থে প্রার্থীদের ছবি সংরক্ষিত করে রাখার বিষয়টি সঙ্গত। অনুরূপভাবে প্রয়োজনে তাদের আইডি কার্ডও দেওয়া যেতে পারে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে কোম্পানির ছবির প্রয়োজন হলে আপনি মাযূর গণ্য হবেন ইংশাআল্লাহ।–আল আশবাহ ওয়ান নাযায়ের, পৃষ্ঠা ১০৭; রদ্দুল মুহতার ১২/৪৩১ (শামেলা)

Loading