প্রশ্ন : আমার বোন ক্লাস ৯ এ থাকতে আমাদের পাশের বাসার এক ছেলের সাথে একা একা বিবাহ করে। আমরা তা ইন্টারমিডিয়েট ২য় বর্ষে জানতে পারি। তারপর আমরা তার বিবাহ ভাঙ্গার জন্য ছেলে পক্ষের সাথে আলোচনায় বসতে চাই। কিন্তু এর ভিতর আমার বোন পালিয়ে যায়। আমরা তার সাথে যোগাযোগ বন্ধ করে দিই। এখন তার এক মেয়ে হয়েছে। আমার প্রশ্ন হল যেহেতু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আর যেহেতু সে ওলী ছাড়া বিবাহ করেছে, এখন তার করণীয় কি?

উত্তর :

বিষয়টি যেহেতু বেশ খানিকটা এগিয়ে গিয়েছে তাই আপনাদের উচিত তা মেনে নিয়ে তাদের জীবনকে স্বাভাবিক করে দেওয়া। এখন ভিন্ন পন্থা অবলম্বন করলে তাদের জীবনে সঙ্কট বিরাট আকার ধারন করতে পারে। আর আপনাদের ভাগ্নিরও তো একটা ভবিষ্যৎ রয়েছে। সব মিলিয়ে আপনাদের পক্ষ থেকে শিথিলতাই কাম্য।

এর পরেও যদি আপনারা বিষয়টিকে মেনে নিতে না চান এবং তাদের বিবাহের শরয়ী অবস্থান সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে ছেলে মেয়ের পারিবারিক স্ট্যাটাস বিস্তারিত জানালে উত্তর দেওয়া হবে ইংশাআল্লাহ। তবে কল্যাণ মেনে নেওয়ার মধ্যেই নিহিত বলে মনে হয়।

Loading