প্রশ্ন : নামাযে ঈমাম উঠাবসাতে একটু আগে পিছে তাকবীর বলাতে কোন দোষনীয় আছে কি?

উত্তর :

তাকবীর এমনভাবে বলা সুন্নাত যেন তাকবীর শুরু আমল শুরু হবে আর তাকবীর শেষ আমলও শেষ হবে। যেমন রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে রুকুতে যাবে। আর রুকুতে যাওয়া শেষ হওয়ার পরে তাকবীরও শেষ হবে। অনুরূপভাবে অন্যান্য তাকবীরসমূহ।- সহীহুল বুখারী, হাদীস নং ৮০৩; সহীহ মুসলিম, হাদীস নং ৮৯৪

Loading