প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১। তওবা করার সুন্নাত পদ্ধতি কী? ২। বাংলা ভাষায় তওবা করা যাবে? ৩। হারাম উপার্জনকারীর তওবা কবুল হয়?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1372
২। হ্যাঁ, যে কোন ভাষায় করা যাবে। আসলে তাওবা তো মুলত অন্তরের অনুতপ্ত হওয়াকেই বলে।
৩। হ্যাঁ, তার তাওবা কবূল হয়। তবে হাদীস শরীফে আছে হারাম উপার্জনকারীর দুআ কবূল হয় না। তবে হারাম উপার্জনের ব্যাপারে তাওবা করলে হারাম উপার্জন ছেড়ে দিয়ে অতঃপর তাওবা করতে হবে। পাশাপাশি পূর্বের হারাম উপার্জন পরিমাণ সম্পদ ধীরে ধীরে সামর্থ্য অনুযায়ী সদকাহ করতে হবে। নতুবা হারাম উপার্জনের ব্যাপারে তাওবা কবূল হবে না।

Loading