প্রশ্ন : মাঝেমাঝে মনে হয় ফরয নামায টুকুও আদায় করতে পারছি না। এর থেকে আত্মহত্যা করা ভালো। উপায় কী?

উত্তর :

না, কস্মিনকালেও না। আত্মহত্যা তো ভয়ংকর গোনাহ। যার পরিণাম চিরস্থায়ী জাহান্নাম। তাহলে আত্মহত্যা ভালো হয় কি করে?
যদি কখনো ওজরের কারনে নামায ছুটে যায় তবে ক্বাযা করে নিবেন। নিজের ত্রুটি বা অবহেলা থাকলে পাশাপাশি তাওবা করে নিবেন। আল্লাহ তাআলা তো পরম করুণাময়, প্রেমময় এবং অসীম দয়ালু, ক্ষমাশীল। কাজেই নিরাশ হবার কিছুই নেই। এটা তো শয়তানের ফাঁদ।
আপনি সম্ভবত ওয়াসওয়াসা বা হতাশার রোগে আক্রান্ত। আপনার নিকটবর্তী কোন আল্লাহওয়ালা বা বিজ্ঞ আলেমের নিকট গিয়ে হালাত জানালে তারা আপনাকে সুন্দর পথ প্রদর্শন করবেন ইংশাআল্লাহ।

Loading