প্রশ্ন : আসসালামু আলাইকুম । আমার প্রশ্ন হচ্ছে কুরআন তিলাওয়াত শোনার সময় সিজদার আয়াত আসলে কি সিজদা দিতে হবে? সাধারণ মানুষের তো কোনটা সিজদার আয়াত তা জানা সম্ভব নয়, সেক্ষেত্রে সিজদা না দিলে কি গুনাহ হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, সিজদার আয়াত শুনলে সিজদাহ দিতে হবে। কুরআনে সিজদার আয়াতে বিশেষ চিহ্ন আছে যা দেখে যে কেউ বুঝতে পারে। তিলাওয়াতকারী শ্রবণকারীকে বলে দিতে পারে অথবা শ্রবণকারী তিলাওয়াতকারী থেকে শুনে নিবে সে কোন সিজদার আয়াত তিলাওয়াত করেছে কিনা? সিজদার আয়াত শুনে সিজদাহ না করলে তো গুনাহ হবেই। আর না জানাও তো আরেকটি গুনাহ।

Loading