প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমি অনলাইনে hand made গহনার বিজনেস করি। কাপড়, কাঠ এবং মেটাল দিয়ে গহনা তৈরি করি। কেনো প্রাণীর ছবি বা বিশেষ দিবস উপলক্ষে গহনা তৈরি করি না। আমার প্রশ্ন হলো ১। ইসলামের দৃষ্টিতে গহনা বানানো জায়েয কি? ২। আমার বানানো গহনা কিনে যদি কেউ বেপর্দা ভাবে নিজেকে উপস্থাপন করে তাহলে আমি কি গোনাহগার হবো?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, জায়েয।
২। না, আপনি গোনাহগার হবেন না।

Loading