প্রশ্ন : আসসালামু আলাইকুম আমার এক আত্মীয় ব্যাংকে চাকরি করেন, তাহার অন্য কোন আয়ের উৎস নাই, তিনি আমাকে কিছু টাকা হাদিয়া দিতে চেয়েছিলেন কিন্তু তার ইনকাম হারাম বিধায় আমি গ্রহণ করি নাই। হাদিয়া গ্রহণ না করায় এখন পরিস্থিতি এমন হয়েছে যে তার সাথে আমার সম্পর্ক যায় যায় অবস্থা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এখন আমি কি করব ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনি তার সাথে সালাম কালামের পাশাপাশি স্বাভাবিক আচরণ জারী রাখবেন। যদি তিনি কথাবার্তা বন্ধ করে দেন সেক্ষেত্রে তিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী গণ্য হবেন আপনি নন। আর যদি এমন হয় যে আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করলে তিনি সূদ থেকে ফিরে আসবেন তবে ছিন্ন করবেন। হাদীস শরীফে আছে
لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ

অর্থঃ আল্লাহ্‌ তাআলার নাফরমানী করে বান্দার কোন আনুগত্য করা বৈধ নয়।– মুসনাদে আহমাদ, হাদীস নং ১০৯৫

তাই তার সূদী হাদিয়া গ্রহন করত তাকে খুশি করে আল্লাহ্‌ তাআলাকে নারাজ করা যাবে না।

উল্লেখ্য যে, সূদী কারবারে নিজেকে সম্পৃক্ত রাখা আল্লাহ্‌ তাআলার সাথে যুদ্ধ করার শামিল। দেখুন সূরা বাকারাহ আয়াত ২৭৯। সমাজের সকলের উচিত যারা সূদী কারবারে জড়িত তাদেরকে সামাজিকভাবে বইকট করা।

Loading