প্রশ্ন : ১.কোন কুরবানীর পশু যদি গর্ভবতী হয় আর সেটা আমি জানি তাহলে আমি কি করব? ২.মসজিদে উচ্চস্বরে কথা বলা বা উত্তেজিত হয়ে কথা বলা বা মসজিদের ভিতর থেকে বাহিরে থুথু ফেলা কি ঠিক? ৩. আমি যদি কোন ব্যক্তির নাম উল্লেখ না করে তার সম্পর্কে খারাপ কথা অন্য জনের কাছে বলি এটা গীবত হবে?

উত্তর :

১। গর্ভবতী পশু দ্বারা কুরবানী করা জায়েয। জবাই করার পর বাচ্চা জীবিত পাওয়া গেলে সেটাও জবাই করতে হবে। তবে প্রসবের সময় নিকটবর্তী হলে সে পশু কুরবানী করা মাকরূহ।-ফাতাওয়া কাযীখান ৩/৩৫০

২। না, মসজিদে উচ্চস্বরে অথবা উত্তেজিত হয়ে কথা বলা আদাবের খেলাফ।

৩। না, নাম না বললে গীবত হবে না। তবে একান্ত প্রয়োজন ব্যতীত অপরের দোষ নিয়ে আলোচনা না করা চাই। আর নাম না বলা সত্ত্বেও যদি ইশারা ইঙ্গিত বা বচনভঙ্গির দ্বারা তাকে চিনে ফেলে তখনও গীবত হবে।

Loading