প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার এক আত্মীয়ার হালাল হারাম মিশ্রিত কিছু সম্পদ আছে। এখন তিনি এই সম্পদ ছাওয়াবের নিয়ত ছাড়া তার ছেলের বউকে দিয়ে দিতে পারবেন কিনা? উল্লেখ্য তার ছেলের বউয়ের নেসাব পরিমান কোন মাল নেই এবং তাদের টানা পোড়েনের সংসার।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হারাম মাল মূল মালিককে ফিরিয়ে দিতে হবে। তাকে পাওয়া না গেলে তার ওয়ারিশদেরকে ফিরিয়ে দিতে হবে। আর তাদের কাউকে পাওয়া না গেলে আপনার ঐ আত্মীয়া মূল মালিককে ছাওয়াব পৌঁছানোর নিয়তে তার ছেলের বউকে তা দিতে পারে।–রদ্দুল মুহতার ৫/২৩৫; ফাতাওয়া উসমানী ৩/১২০, ১২১

Loading