প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হুজুর আমি ২০২০ সালে হজ্জ করার নিয়ত করেছি। কিন্তু কিভাবে হজ্জ করব অর্থাৎ কোন জায়গায় কোন দোয়া পড়ব, যেমন নিয়ত করা তালবিয়া পাঠ করা, তাওয়াফ করার সময়, সাফা মারওয়া সায়ী করার সময় হজ্জের দিন গুলোতে ইত্যাদি, এক কথায় হজ্জের বিস্তারিত জানতে চাই? আর দোয়াগুলো আরবীতে লেখা যের যবর পেশ ইত্যাদি সহ দিলে অনেক উপকৃত হতাম। আর হজ্জ সম্পর্কিত ভাল কোনো বই থাকলে বইটির নাম লিখে দিলে আরও ভাল হত।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ
আমি ইংশাআল্লাহ আপনাকে হজ সংক্রান্ত খুব সুন্দর একটি কিতাব হাদিয়া দিব। সেখানে হজের যাবতীয় নিয়ম কানুন সহীহ শুদ্ধরূপে বিস্তারিত দেওয়া আছে। আপনার ঠিকানা আমাকে মেইল করে দিলে আমি কুরিয়ারে কিতাবটি পাঠিয়ে দিব ইংশাআল্লাহ। আর অন্যান্য পাঠকদের জন্য কিতাবটির নাম ও প্রাপ্তিস্থান লিখে দিচ্ছি। কিতাবটির নাম হল মাসায়েলে হজ ও ওমরাহ। লেখক মুফতী খাইরুল্লাহ সাহেব, মুহতামিম আম্বরশাহ মাদ্রাসা কারওয়ান বাজার, ঢাকা।
উল্লেখ্য যে, হজের সফরে বিজ্ঞ কোন আলেমের সাথে থাকা ভালো। এতে সহীহ শুদ্ধরূপে মাসআলা অনুযায়ী হজ আদায় করা সহজ হয়।

Loading