প্রশ্ন : আসসালামু আলাইকুম, সম্মানিত মুফতী সাহেব হুজুর আাশা করি ভাল আছেন, আমি একজন মুদি দোকানদার। আমার প্রশ্ন, ভিন্ন ভিন্ন লোকের কাছে, ভিন্ন ভিন্ন দামে পণ্য বিক্রি করা কি জায়েয আছে? যেমন, একজনের কাছে এক কেজি চাল ৩০, আরেক জনের কাছে ৩২, আরেক জনের কাছে ৩৫ টাকা, এইভাবে বিক্রি শরীয়ত সম্মত কিনা? জানালে উপকৃত হব।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, জায়েয আছে। তবে শর্ত হল ব্যবধান যেন এত বেশি না হয় যার দ্বারা ধোঁকা হয়ে যায় অথবা ব্যবসায়ীদের প্রচলনে অনেক বেশি মনে করা হয়। সামান্য কিছু কমবেশি হলে অথবা সহনীয় মাত্রায় হলে অসুবিধা নেই।

Loading