প্রশ্ন : আসসালামু আলাইকুম জামাআতে নামাযের সময় কাঁধ থেকে কাঁধ কতটুকু ফাকা রাখা জায়েয আছে ? (বেশীরভাগ লোকই ৩-৫ ইঞ্চি ফাকা রাখে) পুরো হাদীস সহ জানতে চাই যাতে কেউ আপত্তি করলে তাকে দেখাতে পারি।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
ফাঁকা না রাখা সুন্নাত। হাদীস শরীফে আছে-
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَسِّطُوا الإِمَامَ وَسُدُّوا الْخَلَلَ
অর্থঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা ইমামাকে মাঝখানে দাড় করাও এবং (কাতারের) ফাঁকা বন্ধ কর।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৬৬৬;

অন্য হাদীসে এসেছে-
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاصُّوا الصُّفُوفَ فَإِنَّ الشَّيَاطِينَ تَقُومُ فِي الْخَلَلِ
অর্থঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কাতারের মিলে মিলে দাঁড়াও। নিশ্চয় শয়তান (কাতারের) ফাঁকা জায়গায় দাঁড়ায়।–মুসনাদে আহমাদ, হাদীস নং ১২৫৭২

Loading