প্রশ্ন : আমার প্রশ্ন একটাই। আমার বিয়ে হয়েছে ২ মাস কিন্তু গত ১ মাস ধরে আমাদের মধ্যে অনেক প্রবলেম হচ্ছে। আমার শ্বশুর বাড়ির সবাই বলছে যে কেউ বান মেরেছে(যা আমার মোটেও মনে হচ্ছে না)। আজকে তারা আমাকে না বলে আমার রুমে একজন কবিরাজ টাইপ হুজুর নিয়ে আসছে। আমাকে রুম থেকে বের করে দিয়ে তারা কথা বলেছে এবং পানি পড়া দিয়েছে, তারপর নাকি তাবীজ দিবে। পরে আবার ফোন করে আমার নাম ও আমার মায়ের নাম জেনে নিয়েছে। আমার স্বামীরও। তারা বলছে এগুলো সমস্যা কাটানোর জন্য নাকি। আমার এক বোন এসব শুনে বলেছে তারা কুফুরী কালাম করছে। আমাকে তারা পানি খাওয়াবে এবং তাবীজ পড়াবে। আমি বুঝতেছি না যে কি করব? খুবই ভয়ে আছি। দয়া করে আমাকে কি বলবেন এগুলো কুফুরী করার নিয়ম কি না?

উত্তর :

উক্ত পদ্ধতিতে (অর্থাৎ নিজের ও পিতা মাতার নাম জেনে) তো সহীহ তদবীরও করা হয়। আর প্রশ্নের বর্ণনা থেকে উক্ত লোকটি কুফরী কিছু করেছে কিনা বা করতে চায় কিনা তা বলা সম্ভব নয়।

Loading