প্রশ্ন : ১। সহবাসের সময় ব্যতীত স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরলে একজনের গোপনাঙ্গ অপর জনের গোপনাঙ্গের সাথে লাগলে কি গোসল ফরয হবে? প্লিজ জানাবেন। ২। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমি একদমই ইসলামের পথে চলতাম না। এমনকি নামাযও পড়তাম না। ইসলামের নীয়ম কানুনও ঠিকমতো জানতাম না। তখন আমি আমার বর্তমান স্ত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি। আমাদের বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিবে না এই সন্দেহে আমরা কাওকে না জানিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করি। এর প্রায় এক বছর পর আমরা দুই পরিবারকে রাজি করালে তারা সামাজিকভাবে আমাদের বিয়ে দেন। কিন্তু আগের বিয়ের কথা জানলে হয়ত আমাদের কখনোই মেনে নিবে না এই ভয়ে আমরা আগের বিয়ের কথাটা কাওকে জানাতে পারি নাই। আমি জানতাম যে বিয়ে একবারই হয়। কি করবো বুঝতে পারছিলাম না। পরে কাউকে জানাতে না পেরে সিদ্ধান্ত নেই যে ক্লাস 10 এ শিখেছিলাম প্রত্যেক কাজের ফলাফল নিয়োগের উপর নির্ভরশীল তাই পরের বিয়ের সময় আমি বিয়ের নিয়ত না করে অভিনয় এর নিয়ত করি। তাই ইসলামে পরের বিয়েটা অবৈধ। কিন্তু পরের বিয়ের আগেও আমি জানতাম না যে ইসলামী নিয়মে মেয়ের বাবা অনুমতি না দিলে বিয়ে হয় না, যা আমি কিছু দিন আগে জানতে পেরেছি। এই অনুযায়ী আমাদের পূর্বের বিয়েটাও ভুল। যার মানে হচ্ছে প্রথম এবং ২য় দুটি বিয়ের অনুষ্ঠানের কোনোটিই ঠিক হয় নাই। তাই আমরা এতদিন অবৈধ ভাবে একসাথে আছি ও যিনা করছি। আমরা দুইজনই বর্তমানে আলহামদুলিল্লাহ ইসলাম ঠিকঠাক মানার চেষ্টা করছি এবং নামাযও ঠিকঠাক পড়ি। এখন আমাদের ছেলের বয়স ২ বছর। এমন সময় এই কথাগুলো কাউকে জানানোও সম্ভব হচ্ছে না। এই অবস্থায় আমাদের কি করণীয়? দয়া করে জানাবেন। খুবই উপকৃত হব।

উত্তর :

১। না, শুধু স্পর্শের দ্বারা গোসল ফরজ হয় না। বরং সামান্ন পরিমান হলেও পুরুষাঙ্গ প্রবেশ করতে হয়।–সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৬১১; জামে তিরমিজী, হাদীস নং ১০৯

২। আপনার বিবাহ সহীহ হয়ে গিয়েছে। পেরেশান হবার কিছুই নেই। কেননা ঠাট্টা করে বিবাহ করলেও তা সহীহ হয়ে যায়।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ২১৯৬; জামে তিরমিজী, হাদীস নং ১১৮৪

Loading