প্রশ্ন : আসসালামু আলাইকুম। একটি ওয়েব সাইটে দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাকি ৫টি নাম ছিল। যথা মুহাম্মাদ, আহমাদ, মাহী, হাশের, আক্বেব। নামগুলো কি সহীহ। যদি সহীহ হয় তবে নামের বানান ঠিক আছে কি? আর অর্থ গুলো বলে দিলে উপকৃত হব।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উক্ত নামগুলো হাদীস শরীফে রয়েছে (সহীহুল বুখারী, হাদীস নং ৩৫৩২)। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম পাঁচটি নয় বরং আরো একাধিক নাম রয়েছে। নামের বানানগুলো সঠিক। নামের অর্থগুলো নিম্নে দেওয়া হল-
মুহাম্মাদ- প্রশংসনীয়
আহমাদ- অধিকতর প্রশংসনীয়
মাহী- নিশ্চিহ্ন বা বিলুপ্তকারী, যেহেতু তিনি সমস্ত কুফরকে বিলুপ্ত করেছেন
হাশের- একত্রিতকারী অর্থাৎ কিয়ামতের দিন সমস্ত মানুষকে তার কদম মুবারকে একত্রিত করা হবে
আকেব- সর্বশেষ অর্থাৎ যার পরে আর কোন নবী নেই

Loading