প্রশ্ন : আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে, কুরআন শরীফ তিলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজীম বলা কি ঠিক নাকি বিদআত?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, বিদআত নয়। বরং তা সুন্নাহসম্মত। হাদীস শরীফে কুরআন তিলাওয়াতের পর আল্লাহ তাআলার প্রশংসার কথা এসেছে। আর উক্ত বাক্যটি আল্লাহ তাআলার একটি উত্তম প্রশংসা সম্বলিত বাক্য।–শুআবুল ঈমান, হাদীস নং ২০৮৪; ইবনুল জাযরী, আন নাশর ফিল কিরাআতিল আশর ২/৫০৮ (শামেলা)

Loading