প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। আমাদের এলাকায় এক মেয়েকে কালো যাদু করে বাসা থেকে ভাগিয়ে নিয়ে- মেয়ে পক্ষের কাউকে না জানিয়ে বিয়ে করে, এই বিয়ে কি হয়েছে ? পরবর্তিতে মেয়ের পরিবার জানতে পেরে মেয়েকে নিয়ে আসে এবং আস্তে আস্তে মেয়ে স্বাভাবিক হলে মেয়ে আর ঐ ছেলের কাছে যেতে চায় না। (উল্লেখ্য যে, ছেলের মা জীনের মাধ্যমে কালো যাদু করে এমনকি ঘরে মনসা সাপ এর মুর্তি আছে)। ২। পরবর্তীতে যাতে ছেলের মা যাদু করে মেয়েকে নিয়ে যেতে না পারে তার জন্য কি করার দরকার, আর এখানে আল্লাহ তাআলার হুকুম কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। যদি ছেলে মেয়ের পরিবারের কুফু (সমকক্ষ) না হয় এবং মেয়ের পিতামাতা নারাজ থাকে তবে সহীহ মত অনুযায়ী উক্ত বিবাহ সংঘটিতই হয়নি। তাই ছেলে মেয়ের পারিবারিক স্ট্যাটাস বিস্তারিত জানালে এ বিষয়ে হুকুম জানানো সম্ভব হবে।- রদ্দুল মুহতার ৩/৫৯, ৮৪, ৯৪, ৮৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২৯২; আল বাহরুর রায়েক ৩/১৯৪; ফাতাওয়া মাহমূদিয়া ১১/৬১৫,৬১৬; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৮/১৫৪
এ বিষয়ে আরো জানতে নিম্নোক্ত লিঙ্ক ভিজিট করতে পারেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1583

২। যাদু-টোনা থেকে হেফাযত থাকতে ঘুমানোর পূর্বে সূরা ফালাক, নাস ও আয়াতুল কুরসী তিলাওয়াত করতে পারে। অনুরূপভাবে সকাল সন্ধায় আয়াতুল কুরসী পড়বে। আর রাতে ঘুমানোর পূর্বে সূরা নাস, ফালাক ও ইখলাছ পড়ে হাতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে দিবে। এতেই সে যাদু থেকে নিরাপদে থাকবে ইংশাআল্লাহ।–সহীহুল বুখারী, হাদীস নং ৩২৭৫, ৫০১৬; সহীহ মুসলিম, হাদীস নং ৫৮৪৩; সুনানে নাসায়ী, হাদীস নং ৫৪৪৪, ৫৪৯৪; সুনানে তিরমিজী, হাদীস নং ২৮৭৯

Loading