প্রশ্ন : ১/যেনাকারিনীর জরিমানার টাকা কোন কাজে ব্যয় করা যাবে? ২/গায়ের মুকাল্লিদের সঙ্গে কুরবানির ভাগিদার হওয়া যাবে কি?

উত্তর :

(১) শালিস বিচারে অর্থনৈতিক জরিমানা গ্রহন করা শরীআতে জায়েয নেই। কাজেই যেনাকারিনীর নিকট থেকে জরিমানা স্বরূপ টাকা পয়সা নেওয়া জায়েয নেই। নিয়ে থাকলে ঐ টাকা তাকেই ফেরত দিতে হবে।– মুসনাদে আহমাদ, হাদীস নং ২০৬৯৫; রদ্দুল মুতার ৪/৬১,৬২; আল বাহরূর রায়েক ৫/৬৮।
(২) যাবে যদি তার মাল হালাল হয়।

Loading