প্রশ্ন : কি কি খাবার দাড়িয়ে খাওয়া জায়েয আছে ? অনেক আলেমকে দেখা যায়- পান, বিস্কুট, চা, কলা আরো অনেক ছোট ছোট খাবার দাড়িয়ে খেতে দেখা যায় ? এটা কি সুন্নাত বিরোধী ?

উত্তর :

দাড়িয়ে পানাহার করা থেকে হাদীস শরীফে নিষেধাজ্ঞা এসেছে। আবার হাদীস শরীফে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কখনো দাড়িয়ে পান করেছেন বা খেয়েছেন। তাই এ ব্যাপারে উলামায়ে কেরামের সিদ্ধান্ত হল দাড়িয়ে পানাহার করা অনুচিত। তবে কোন উযরের কারনে (যেমন বসার জায়গা পাওয়া না গেলে বা সফররত অবস্থায় ইত্যাদি) হলে অনুচিতও হবে না।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৬১৭, ৫৬১৫; সহীহ মুসলিম, হাদীস নং ৫৩৯৩, ৫৩৯৪; সুনানে তিরমিজী, হাদীস নং ১৮৮০; উমদাতুল ক্বারী ১৯/৮(শামেলা)

Loading