প্রশ্ন : আসসালামু আলাইকুম। খানা খাওয়ার সময় কাউকে সালাম দেওয়া/কারোও সালামের জবাব দেওয়া যাবে কি?

উত্তর :

খানা খাওয়ার সময় কাউকে সালাম দেওয়া মাকরূহ। এমতাবস্থায় সালামের উত্তর দেওয়াও জরুরী নয়। তবে খাওয়ার ফাকে উত্তর দিতে কোন অসুবিধা নেই।

এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝে নেওয়া দরকার যে, অনেকেই মনে করে খাবার সময় সালাম আদান প্রদান একেবারেই নিষেধ। তাই অনেকেই বলে থাকে, ভাই খাচ্ছি তো তাই সালাম দিলাম না বা সালামের উত্তর দিলাম না। অথচ উক্ত কথাটি বলা গেলে সালাম বা তার উত্তর কি বলা যায় না? এরপর খাবার মাঝেই লম্বা আলাপচারিতায় লেগে যায়। অর্থাৎ সালাম বাদে সকল কথাই চলছে। আসলে বিষয়টি এমন নয়। এক্ষেত্রেও কথা বার্তার পূর্বে সালামের আদান করবে। কথাবার্তার প্রয়োজন হলে খাবার যখন মুখে থাকে তখন সালাম না দিয়ে খাবারের লোকমা গিলে ফেলার পর আরেক লোকমা নেওয়ার পূর্বে সালাম দিবে। এমতাবস্থায় সেও অনায়াসে উত্তর দিতে পারে। এসময় সালাম দেওয়া বা উত্তর দেওয়া কোনটিই মাকরূহ নয়।-রদ্দুল মুহতার ৬/৪১৫

Loading